ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি ও ছড়াকার অধ্যাপক হায়াৎ মামুদের জন্মদিন পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
কবি ও ছড়াকার অধ্যাপক হায়াৎ মামুদের জন্মদিন পালিত হায়াৎ মামুদের জন্মদিন

ঢাকা: আধুনিক কবি, ছড়াকার, প্রাবন্ধিক এবং শিশুসাহিত্যিক অধ্যাপক হায়াৎ মামুদের ৮১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকেলে ঢাকার বাংলাবাজারে অবস্থিত পুথিনিলয়ের নিজস্ব অডিটোরিয়ামে তার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

হায়াৎ মামুদের ৮১ তম জন্মদিনে স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

স্মৃতিচারণে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, কবি ভূইয়া সফিকুল ইসলাম, কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী ও লেখক জাকির তালুকদার, ড. মো, আমিন এবং পুথিনিলয়ের সত্বাধীকারী শ্যামল পাল।  

হায়াৎ মামুদ ১৯৩৯ সালের ২ জুলাই জন্মগ্রহণ করেন। হায়াৎ মামুদ শিশুদের জন্য অনেক গ্রন্থ রচনা ও অনুবাদ করেছেন।

শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’, ২০১৩ ‘শিশুসাহিত্য পুরস্কার’, ২০১৬ সালে ‘একুশে পদক’ এবং ২০১৭ সালে রবীন্দ্র সাহিত্যে গবেষণার জন্য ‘রবীন্দ্র পুরস্কার’ লাভ করেন।

হায়াৎ মামুদ বলেন, ভালাবাসা-বাসীর জন্য জীবন। আমরা ভালবাসা পেতে ও দিতে এসেছি পৃথিবীতে। ভালবাসার মাধ্যমেই পৃথিবী ছেড়ে যাব। আর  কিছু থাকবে না, শুধু ভালবাসাই রয়ে যাবে।

বাংলাদেশ সময়: ০০৩৮  ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।