ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি উৎসব শুরু ১৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি উৎসব শুরু ১৭ ডিসেম্বর

ঢাকা: ৩০ বছরপূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতি উৎসবের আয়োজন করেছে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

বুধবার (১১ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। চুনারুঘাটের ডিসিপি হাইস্কুল মাঠে দেশ-বিদেশের কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের নিয়ে এ আয়োজন শুরু হবে ১৭ ডিসেম্বর।

যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।  

পরিষদের সহ-সভাপতি চন্দন কুমার বর্ম্মণ জানান, সাহিত্য ও সংস্কৃতির এই উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারতের চারটি রাজ্যের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেবেন। এছাড়া দেশ-বিদেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরাও যোগ দেবেন ওই উৎসবে।  

এদিকে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩০ বছরপূর্তি উপলক্ষে ‘প্রত্যয়’ নামে একটি সাময়িকী প্রকাশ করা হয়েছে।  এতে সংগঠনের গত ৩০ বছরের কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধে হবিগঞ্জের ইতিহাস তুলে ধরা হয়েছে।   

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।