ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বঙ্গবন্ধুকে নিয়ে পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
বঙ্গবন্ধুকে নিয়ে পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ফাউন্ডেশন অব ডেভেলপমেন্ট রিসার্চের রহিমা চৌধুরানী সম্মেলন কক্ষে বইগুলোর মোড়ক উন্মোচন করেন সাংবাদিক-প্রাবন্ধিক আবদুল গাফফার চৌধুরী।

অনুষ্ঠানে সম্পাদনা পরিষদের পক্ষে কথা বলেন কবি আসাদ মান্নান।

লেখক মোনায়েম সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গনি।

অনুষ্ঠানে বইগুলোর ওপরে ব্যবহৃত বিশেষ লোগো উন্মোচিত হয়।

আবদুল গাফফার চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলা সম্ভব নয়। বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনচর্চা নানাভাবে নতুন প্রজন্মের মধ্যে প্রবেশ করাতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশের অস্তিত্বের প্রতীক।

মোনায়েম সরকার বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মহান স্থপতি। দেশ-বিদেশে তাকে নিয়ে অনেক কাজ হচ্ছে। এটা আমাদের জন্য গৌরবের।

মোড়ক উন্মোচিত হওয়া বই পাঁচটি হলো- ‘বঙ্গবন্ধু: শতবর্ষে শতকবিতা’,  ‘বঙ্গবন্ধু: শতবর্ষে শতপ্রবন্ধ’,  ‘বঙ্গবন্ধু: শতবর্ষে শতগল্প’,  ‘বঙ্গবন্ধু: পঁচাত্তর ট্র্যাজেডি (রক্তরঞ্জিত শতপ্রবন্ধ)’ এবং ‘শতবর্ষে বঙ্গবন্ধুর শতভাষণ’।

বাংলাদেশ ফাউন্ডেশন অব ডেভেলপমেন্ট রিসার্চ ও আগামী প্রকাশনীর যৌথ উদ্যোগে প্রকাশিত বইগুলোর সম্পাদনা পরিষদের সদস্যরা হলেন- আবদুল গাফফার চৌধুরী, মোনায়েম সরকার, হাসনাত আবদুল হাই, ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, কবি আসাদ মান্নান, সিরাজুল ইসলাম মুনির ও সৈয়দ জাহিদ হাসান।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ডিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।