শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ‘কথা কবিতায়’ নামে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি তুষার কবির। বৈঠকে তার ‘প্রেম ও প্র্যাকটিস’সহ বিভিন্ন কবিতা পাঠ করা হয়।
বৈঠকে বক্তব্যে তুষার কবির বলেন, দিন দিন কবিতার পাঠকের সংখ্যা কমছে। তবে যারা সাহিত্য ভালোবাসেন, কবিতা ভালোবাসেন তারা এখনো সরব উপস্থিত থাকেন। কবিতা বেঁচে থাকে পাঠকের পাঠে।
এতে সভাপতিত্ব করেন ধাবমান সাহিত্য আন্দোলন নারায়ণগঞ্জের কাজল কানন। আরও উপস্থিত ছিলেন কবি মাহবুব রহমান, কবি রহমান সিদ্দিক, সারেফ আহমাদ, ধীমান সাহা জুয়েল, অভি জাহিদ, অপার অরণ্য, মিলন মাহমুদ, রাজীব বাঙাল, আলোক আজম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমআরপি/এফএম