ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

মাগুরায় আয়শা ফকিরানির মৃত্যুবার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
মাগুরায় আয়শা ফকিরানির মৃত্যুবার্ষিকী পালন

মাগুরা: আয়শা ফকিরানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাধুসঙ্গ ও লালন সাঁইজির বাণী ও গান অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় মাগুরা শহরের নতুন বাজার এলাকার সাহাপাড়া লালন একাডেমির আয়োজনে আয়শা ফকিরানির মৃত্যুবার্ষিকী পালিত হয়।


 
এ সময় লালন একাডেমির সদস্যরা লালন সাঁইজির বাণী ও গান পরিবেশন করেন। তারা আয়শা ফকিরানির জীবন সম্পর্কে আলোচনা করেন।
 
সাহাপাড়া লালন একাডেমির সভাপতি ডলি পারভিন বাংলানিউজকে বলেন, প্রতি বছরের মত এবার মাঘ মাসের এ দিনে লালন একাডেমিতে আয়শা ফকিরানির মৃত্যুবার্ষিকী পালিত হলো। মাগুরা জেলার বিভিন্ন অঞ্চল থেকে ফকির লালনের অনুসারীরা এতে অংশ নেন। সারা রাত গান ও বাউল সাধুদের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। ভোরে বাল্যসেবার মধ্য দিয়ে শেষ হয় মূল অনুষ্ঠান।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।