ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

এই জীবনের যত মধুর ভুলগুলি: ভাষাবিষয়ক অনুষ্ঠানের পর্ব-২ রোববার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এই জীবনের যত মধুর ভুলগুলি: ভাষাবিষয়ক অনুষ্ঠানের পর্ব-২ রোববার ...

ঢাকা: ভাষার মাস, মহান ফেব্রুয়ারিকে উপলক্ষ্য করে বিস্তার: চিটাগং আর্টস কমপ্লেক্স বাংলাভাষাকে নিয়ে একটি ধারাবাহিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।

এই অনুষ্ঠানটির লক্ষ্য, আমাদের দৈনন্দিন ভাষাব্যবহারে সচরাচর যে-ভুলগুলো হয়ে থাকে তারই সূত্র ধরে বাংলা বানান, ব্যাকরণ, শব্দরূপ, বাক্যবিন্যাস, যতিচিহ্ন, পরিভাষা তথা ব্যবহারিক বাংলাভাষার একটি সর্বজনবোধ্য সহজপাঠ প্রণয়ন।

 

পাক্ষিক এই অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায়। এটি যৌথভাবে উপস্থাপন করবেন কলকাতানিবাসী লেখক ও ভাষাপ্রযুক্তিবিদ রাজীব চক্রবর্তী এবং মেলবোর্নবাসী অনুবাদক ও ভাষাচিন্তক এহসানুল কবির। আর অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন বিস্তার-এর কর্ণধার, লেখক ও অনুবাদক আলম খোরশেদ।         
  
এই আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক, মিটিং আইডি: 860 6950 2686, পাস কোড: bistaar।

আর বিস্তার-এর ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এইচএডি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।