ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরিশালে জীবনানন্দ দাশের জন্মদিন উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
বরিশালে জীবনানন্দ দাশের জন্মদিন উদযাপিত ...

ব‌রিশাল: কবি জীবনানন্দ দাশের ১২৩তম জন্মদিন উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন উত্তরণ। বিগত বছরের ধারাবাহিকতায় তিনদিনব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করতে না পারলেও ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সরকারি ব্রজমোহন কলেজের কবি চত্বরে জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া। পরে পদ্মপুকুরে অবস্থিত উত্তরণ কার্যালয়ে সংগঠনের সভাপতি জুবায়ের হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর গাউস মোসাদ্দেক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কর, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক প্রমূখ।

সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জীবনানন্দ দাশ অনুধাবন করে গেছেন দিনে দিনে পৃথিবীর মানুষ গভীরতর অসুখের মধ্যে পতিত হচ্ছে। কবি জানতেন হৃদয় দিয়ে পৃথিবীর অসুখ না সারালে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

পরে উত্তরণ কর্মীরা কবির স্মরণে গান, আবৃত্তি পরিবেশন করেন।

বিগত চার বছর ধরে জীবনানন্দ দাশের জন্মদিন ঘিরে তিনদিন ব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করে আসছিল সাংস্কৃতিক সংগঠন উত্তরণ। তবে এ বছর করোনা মহামারির কারণে মেলা স্থগিত করা হয়েছে।

অপরদিকে জাতীয় কবিতা পরিষদ বরিশালের উদ্যোগে সকাল ৯টায় কবির জন্মভিটা বগুড়া রোডের জীবনানন্দ মিলনায়তনে শ্রদ্ধা নিবেদন, স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে কবিস্মরণ অনুষ্ঠান করা হয়েছে।  

সংগঠনের সভাপতি ছড়াকার তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কবি নজমুল হোসেন আকাশ,  কবি আসমা চৌধুরী, কবি অপূর্ব গৌতম, সংস্কৃতিজন মুকুল দাস, অধ্যাপক বিমল চক্রবর্তী, ছড়াকার মকবুল হোসেন, কবি কাজী সেলিনা, গল্পকার কামরুন্নাহার মুন্নী, কবি সব্যসাচী সেনগুপ্ত, কবি শোভন কর্মকার কৃষ্ণ, কবি রিয়াজ আহমেদ, কবি আব্দুর রহমান, অধ্যাপক নজরুল হক নিলু প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদ বরিশালের সাধারণ সম্পাদক কবি পার্থ সারথি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।