ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

বঙ্গবন্ধুকে নিবেদন করে লেখা শঙ্খ ঘোষের কবিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, এপ্রিল ২১, ২০২১
বঙ্গবন্ধুকে নিবেদন করে লেখা শঙ্খ ঘোষের কবিতা

কলকাতা: করোনা কেড়ে নিলো কবি শঙ্খ ঘোষকেও। বুধবার (২০ এপ্রিল) নিজ বাসভবনেই প্রয়াত হলেন তিনি।

গত মার্চ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখেছিলেন কবি শঙ্খ ঘোষ। মাস ঘুরতে না ঘুরতেই চলে গেলেন কবি নিজেই।


মুজিবুর রহমানের স্মৃতিতে

সবচেয়ে বড়ো সাহসের নাম স্বপ্নদেখার সাহস।
কম্বুকন্ঠে সেই সাহসের ডাক দিয়েছিলে তুমি
শুভ এক ফাল্গুনে
মহাস্বপ্নের দিকে।
দশমাস পরে-কী আশ্বর্য়-আমার জন্মভুমি
নব রূপ ধরে জন্ম নিয়েছে - অযুত মৃত্যু পাশে।

শতবর্ষের উৎসবে আজ জেগে থাক তারও নাম -
জন্মমৃত্যু একাসনে বসে দিক তাঁকে সম্মান।
 
কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব প্রেস, ডক্টর মোফাকখারুল ইকবাল বলেন, প্রায়ই যেতাম কবির বাড়িতে। মনে আছে শেষবার যখন বঙ্গবন্ধু জন্মশতবর্ষে ওনার বাড়ি গিয়েছিলাম, শঙ্খবাবু কবিটাতা লিখে আমার হাতে তুলে দেন। অনেক স্মৃতি এই মহামানবের সঙ্গে।

‘কীভাবে ভূমিকা রেখেছিলেন, মুক্তিযুদ্ধের অজানা কথা একান্তে বলেছেন। বাংলা একাডেমির বইমেলায় যাওয়ার সময় আমিও ছিলাম। আমি বলেছিলাম আমার দায়িত্ব শেষ এবার চলে যাওয়ার পালা। তা শুনে চোখের কোণে পানি দেখেছিলাম। কিছু বলার নেই। আমার চলে যাওয়া আগে তিনিই চলে গেলেন। এক অভিবাবক হারালাম। ’

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।