ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সিরাজগঞ্জে রবীন্দ্র-নজরুলের জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০২১
সিরাজগঞ্জে রবীন্দ্র-নজরুলের জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জে রবীন্দ্র-নজরুলের জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

সোমবার (১৪ জুন) শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অরুণিমা সঙ্গীতালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সভাপতি নবী নেওয়াজ খান বিনু, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, প্রেসক্লাবের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ প্রমূখ।  

এতে সভাপতিত্ব করেন অরুণিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক সঙ্গীতশিল্পী সূর্য বারী।  

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।