ঢাকা: ভারতীয় সংগীতে প্রকৃতির একটা বিশেষ ভূমিকা আছে। প্রকৃতির রূপ, রস, গন্ধ ভারতীয় মার্গসংগীতকে নানাভাবে প্রভাবিত করেছে।
এ বর্ষাকালের সঙ্গে জড়িয়ে গেছে যেসব রাগের নাম, তাদের রূপ আর রসের আলাপ ও শ্রবণে সিক্ত যূথীর মতোই সতেজ হয়ে উঠবে রোববারের সন্ধ্যাটি (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা) বিস্তারের আন্তর্জাল মঞ্চে।
এটি উপস্থাপনা করবেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সরোদিয়া ও সংগীত-গবেষক শ্রীঅনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে কথায় কথায় আলাপ জমাবেন বিশিষ্ট সংগীত-সংগ্রাহক ও লেখক রাজীব চক্রবর্তী। অনুষ্ঠানটির সামগ্রিক সঞ্চালনায় থাকবেন বিস্তারের কর্নধার, লেখক ও ভ্রমণানুরাগী আলম খোরশেদ।
এ আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক:
https://us02web.zoom.us/j/88172141613?pwd=ZzVnV2hIWk1LcllmbnNKYW5TUHhMdz09
Meeting ID: 881 7214 1613
Passcode: 701965
আর বিস্তারের ফেসবুক পেইজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক:
https://www.facebook.com/chittagongartscomplex/
এ অনুষ্ঠান সংগীতানুরাগী সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
ওএইচ/