ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

এক্সিম ব্যাংক–অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ঘোষণা 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
এক্সিম ব্যাংক–অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ঘোষণা  সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন।

এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার পেয়েছেন  প্রবীণ কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সঙ্গে নবীন শাখায় ‘মৃত অ্যালবাট্রস চোখ’ গল্পগ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন ফাতেমা আবেদীন।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।  

এক্সিম ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক ‘অন্যদিন’-এর উদ্যোগে সপ্তমবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এবং দেশের নবীন-প্রবীণ কথাশিল্পীদের শিল্প সৃষ্টিতে প্রেরণা জোগাতে ২০১৫ সালে প্রবর্তিত হয় পুরস্কারটি।  

১২ নভেম্বর শুক্রবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি দেওয়া হবে। সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও এক লাখ টাকাসহ উত্তরীয়, ক্রেস্ট ও সনদপত্র।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।