ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

পুরস্কার পেল মুক্তিযুদ্ধে ধ্বংস হওয়া জাহাজের গল্প ‘দ্য স্ক্র্যাপ’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
পুরস্কার পেল মুক্তিযুদ্ধে ধ্বংস হওয়া জাহাজের গল্প ‘দ্য স্ক্র্যাপ’

ঢাকা: মুক্তিযুদ্ধ জাদুঘরের এক্সপোজিশন অব ইয়ং ফিল্ম ট্যালেন্টস ২০২২ এর আসরে ‘বেস্ট ফিল্ম প্রজেক্ট অ্যাওয়ার্ড’ জিতেছে মাসউদুর রহমানের প্রস্তাবিত তথ্যচিত্র ‘দ্য স্ক্র্যাপ। '

তথ্যচিত্রটি ১৯৭১ ‍সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ধ্বংস হওয়া একটি জাহাজের টিকে থাকার গল্প, যা উদ্ধার করা হয় ৩৭ বছর পর।

পুরস্কার হিসেবে এটি নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

নির্মাতা মাসউদুর রহমান বলেন, ‘দ্য স্ক্র্যাপ’ আমার দীর্ঘদিনের স্বপ্ন। এই পুরস্কার জীবনের একটি বিশেষ অর্জন। এই প্রাপ্তি কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।

নির্মাণের পাশাপাশি মাসউদুর রহমান চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সঙ্গে যুক্ত রয়েছেন। ‍তিনি প্রতিষ্ঠানটির পারফর্মিং আর্টস প্রোগ্রামের ফ্যাকাল্টি এবং কো-অর্ডিনেটর।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।