ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবি নজরুল সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ৩ দিনের অনুষ্ঠানমালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মে ২৫, ২০২২
কবি নজরুল সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ৩ দিনের অনুষ্ঠানমালা

ময়মনসিংহ: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ময়মনসিংহে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।  

বুধবার (২৫ মে) সকালে ময়মনসিংহ নগরীর শ্যামচারণ রায় রোডে বাংলাদেশ নজরুল সেনা স্কুলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এ আয়োজনের কথা জানান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক।

ডিসি মোহাম্মদ এনামুল হক এ সময় বলেন, কবি নজরুল জন্মজয়ন্তীর আমরা ঝাঁকঝমকভাবে করার চেষ্টা করছি। সেখানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে নজরুল মেলা। এতে কবি নজরুলের জীবনাচার জানতে পারবে নতুন প্রজন্ম।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নজরুল সেনা স্কুলের সভাপতি মিজানুর রহমান খান লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিম, সহ-সভাপতি মাহবুব হোসেন সেলিম, জাহাঙ্গীর আহম্মেদ, কার্যকরী সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেনসহ সাংস্কৃতিক ব্যক্তিরাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।