ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

বইমেলা

মেলায় এসেছে মানিক মুনতাসিরের ‍‘ইউরোপ ভ্রমণের দিনগুলো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
মেলায় এসেছে মানিক মুনতাসিরের ‍‘ইউরোপ ভ্রমণের দিনগুলো’

ঢাকা: এবারের অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক, কবি ও লেখক মানিক মুনতাসিরের ভ্রমণবিষয়ক বই ‘ইউরোপ ভ্রমণের দিনগুলো’। বইটিতে ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা, ইউরোপের বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্যের সচিত্র দলিল ও ইউরোপের পথ ঘাট, খাদ্য ও সেসব দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা উঠে এসেছে।

 

লেখকের দৃষ্টিতে ইউরোপের দেশগুলো পারিবারিক বন্ধনবিহীন কোনো মায়া-মমতার প্রাচুর্যভরা প্রমোদখানা, যা তিনি এ বইয়ের মধ্যে তুলে এনেছেন। একইসঙ্গে ইউরোপের সংস্কৃতি, কৃষি ব্যবস্থা, সামাজিক আচার ও ইউরোপিয়ানদের সামাজিক ও মানবিক দৃষ্টিভঙ্গিকে করেছেন ব্যবচ্ছেদ।  

লেখকের এ বইয়ে যুক্তরাজ্য, তুরস্ক, নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে লিখেছেন। এটি লেখকের পঞ্চম বই। তবে এটিই তার ভ্রমণবিষয়ক প্রথম বই। এর আগে লেখকের প্রথম বই ‘খবরের কবর’ প্রকাশিত হয় ২০১৬ সালের একুশে বই মেলায়। সবশেষ গত বছর প্রকাশিত হয় থ্রিলারধর্মী গল্পের বই ‘আবছায়া’।  

‘ইউরোপ ভ্রমণের দিনগুলো’ প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশনী। এবারের একুশে বইমেলায় ৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছ। এছাড়া রকমারিডকমসহ বইটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। বইটির দাম ৪০০ টাকা।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।