বৈষম্যের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান কবিতা। তার জীবনে মায়ের প্রভাব বেশি।
বলছি তরুণ কবি জাকির মুরাদের কথা। এবারের অমর একুশে বই মেলায় কবির দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
মহাকাল প্রকাশনী কবি জাকির মুরাদের মাগো তোমায় ভালোবাসি ও কবিতার শিশমহল বই দুটি প্রকাশ করে।
কবি জানান, তার ‘মাগো তোমায় ভালোবাসি’ কবিতার বইটি পড়লে একজন পাঠক মায়ের কষ্ট, সন্তানের জন্য আত্মত্যাগ জানতে পারবে। পিতা-মাতার প্রতি সাম্প্রতিক সময়ে সন্তানের উদাসিনতাও কবিতার মাধ্যমে তুলে ধরেছেন কবি জাকির মুরাদ।
তিনি জানান, কবিতা পড়ে একজন সন্তানও যদি পিতা-মাতার প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে অনুধাবন করতে পারে, সেটাই হবে তার স্বার্থকতা।
কবির প্রথম কাব্যগ্রন্থ মাগো তোমায় ভালোবাসির মোড়ক উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
কবির আরেকটি বই কবিতার শিশমহল- এ বইয়ের মধ্যে ধনী-দরিদ্রের বৈষম্য, মানবতাবোধ, পরকাল, বন্ধুত্ব এবং প্রেম-ভালোবাসার কবিতা স্থান পেয়েছে। এছাড়া সমাজের নানা অসংগতি নিয়েও কবিতা আছে বলে জানান জাকির মুরাদ।
বইমেলায় কবিতার শিশমহল বইটির মোড়ক উন্মোচন করেন, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব কবি আসাদ কাজল।
কবি জাকির মুরাদ ১৯৭৪ সালের ১৫ জুন নরসিংদী জেলার পলাশ উপজেলার বালিয়া গ্রামে জন্ম নেন। তিনি খানেপুর উচ্চ বিদ্যালয়, শিল্পাঞ্চল কলেজ ও ভাওয়াল জামালপুর মহাবিদ্যালয়ে লেখাপড়ার পাঠ শেষ করেন। বই ছাড়াও কবির কয়েকশ কবিতা আছে, যা বিভিন্ন সময়ে লিখেছেন। কবি জাকির মুরাদ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া কবির চাচাতো ভাই।
জাকির মুরাদ প্রান্তিক জনগোষ্ঠী ও অধিকার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হতে চান। তাদের কবি হতে চান। বৈষম্যের বিরুদ্ধে সামাজিক অবস্থান সুদৃঢ় করতে তার কবিতাকে অস্ত্র করতে চান। যেখানে মানুষ দীক্ষা পাবে মানবতা, ভালোবাসা, অধিকার ও ভাতৃত্বের।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসআই