২০২৫ সালের অমর একুশে বইমেলায় বিক্রি ৪০ কোটি টাকা ছাড়াতে পারে বলে জানিয়েছে বইমেলা পরিচালনা কমিটি। একইসাথে মেলায় ৬১ লাখ টাকার বই বিক্রি হয়েছে—এমন তথ্যকে বিভ্রান্তিকর বলছে এই কমিটি।
মঙ্গলবার (০৪ মার্চ) বাংলা একাডেমির ফেসবুক পেজে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২৭ ফেব্রুয়ারি বইমেলার সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লাখ টাকা বলে মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন জানান। পরে বইমেলায় মাত্র ৬১ লাখ টাকার বই বিক্রি হয়েছে—এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সময় টিভিসহ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদনও করে।
তবে বইমেলা পরিচালনা কমিটি বলছে, বাংলা একাডেমির বিক্রির সংখ্যাকে মেলার মোট বিক্রির পরিমাণ ধরে নিয়ে অনেকেই ইচ্ছাকৃতভাবে বা অসচেতনভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন। এমনকি কোনো কোনো জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলও দায়িত্বহীনভাবে এ ধরনের সংবাদ পরিবেশন করেছে।
বিজ্ঞপ্তিতে সরকার আমিন বলেন, মেলা পরিচালনা কমিটি প্রকাশকদের কাছ থেকে বিক্রয়-প্রতিবেদন চেয়ে থাকে। এবারও চেয়েছে। এবার বইমেলায় অংশগ্রহণকারী সর্বমোট প্রতিষ্ঠান ৭২১টি। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান মিডিয়া ও স্বাস্থ্যসেবার। বাকি ৭০৩টি প্রকাশনা-প্রতিষ্ঠান। এবার যথেষ্ট তাগাদা দিয়ে এবং সময়ক্ষেপণ করে আমরা মোট ৩৫১টি প্রতিষ্ঠানের বই-বিক্রির হিসাব পেয়েছি। এসব প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। বাকি প্রতিষ্ঠানসমূহের সম্ভাব্য বিক্রির পরিমাণ যোগ করে এ হিসাবে সর্বমোট বিক্রি আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এবার মেলা শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩ টাকা। উল্লেখ্য, মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই-বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এফএইচ/এমজেএফ