ঢাকা: একুশে বইমেলায় ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই রাখা ও বিক্রির অভিযোগে ‘সব্যসাচী’ নামে একটি স্টলে হট্টগোল ও বাকবিতণ্ডা হয়েছে। এর জেরে সেই স্টল বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. দেলোয়ার হোসেন।
তিনি জানান, বইমেলায় তসলিমা নাসরিনের বই বিক্রির অভিযোগে কিছু লোকজনের একটি স্টলে হট্টগোলের সংবাদ পাওয়া যায়। সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে মেলায়।
ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন বলেও জানান পরিদর্শক দেলোয়ার।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমএমআই/এইচএ/