ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বইমেলা

উন্মোচিত হলো আব্দুল হালিমের বই ‘উই রিভল্ট’ ও ‘বিহঙ্গকথা’  

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
উন্মোচিত হলো আব্দুল হালিমের বই ‘উই রিভল্ট’ ও ‘বিহঙ্গকথা’
 

ঢাকা: সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের কবিতার বই ‘উই রিভল্ট ও বিহঙ্গকথার মোড়ক উন্মোচন করা হয়েছে।
 
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।


 
ইংরেজি ভাষায় লেখা  ‘উই রিভল্ট’ বইটিতে ৬১টি কবিতা স্থান পেয়েছে। অন্যদিকে বিহঙ্গকথায় রয়েছে ৮১টি কবিতা। দুটি বই প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন্স।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল হাসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসীম উদ্দিন আহমেদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ড. এ কে এম রিয়াজুল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল গণি চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরীসহ অনেকে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ড. নিয়ামত উল্লা ভূঁইয়া।
 
আবুল কাসেম ফজলুল হক বলেন, এ কবিতাগুলো কেন লিখা হয়েছে, সে সম্পর্কে বইয়ের শুরুতে লেখক বলেছেন। পাঠক যেন বুঝতে পারে, সেজন্য কবিতার নিচে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, এটা ঐতিহাসিকভাবে সত্য যে- যে জাতির মধ্যে আগ্রহী পাঠক নেই, সেখানে বড় লেখক, বড় কবি আত্মপ্রকাশ করেন না। এ বইগুলোতে লেখক তার কিছু আবেগ-উপলব্ধি কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। এ এস এম আব্দুল হালিম কখনো আনন্দিত হয়েছেন আবার কখনো উত্তেজিত হয়েছেন আবার কখনো কখনো হতাশায় পড়েছেন। আন্তরিক উপলব্ধি থেকেই কবিতাগুলো লিখেছেন বলে মনে হয়।
 
প্রধান উপদেষ্টার মুখ্যসচিব বলেন, লেখক এক সময় মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। তার কবিতার মধ্যে এক ধরনের গভীরতা আছে। এটি সমাজকে প্রতিনিধিত্ব করে। যে সমাজে আমরা বাস করি। লেখকের মন কবিতা উৎপাদনের উর্বর ভূমি ছিল বলেই মনে হয়।  

এসময় তিনি লেখকের কিছু কবিতার পাঠও করেন।  
 
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এফএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।