ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

বইমেলা

পাবনায় মাসব্যাপী বইমেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, ফেব্রুয়ারি ২, ২০১৪

পাবনা: পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।  

 

রোববার সন্ধ্যায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আল নকিব চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

 

সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহ‍াম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা প্রেসক্লাবের  সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বিশিষ্ট ব্যবসায়ী ইউনিভার্সল গ্রুপের চেয়ারম্যান মিসেস সোহানী হোসেন প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।