ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় মুহম্মদ জাফর ইকবালের ‘এনিম্যান’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
মেলায় মুহম্মদ জাফর ইকবালের ‘এনিম্যান’

মেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলায় বুধবার প্রকাশিত হয়েছে জনপ্রিয় কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন ‘এনিম্যান’।

বইটি প্রসঙ্গে সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ বাংলানিউজকে বলেন, ড. মুহম্মদ জাফর ইকবাল সায়েন্স ফিকশন লেখার ক্ষেত্রে সব সময় যান্ত্রিকতার চেয়ে মানবিক দিকটাকে বেশি প্রাধান্য দেন।

এ বইটিও তার ব্যতিক্রম নয়।

তিনি বলেন, ‘এনিম্যান’ একটি বায়োলজিক্যাল সায়েন্স ফিকশন। এখানে পৃথিবীর বাইরে কোনো ভিনগ্রহ বা যান ব্যবহার করা হয়নি। বইটি বাস্তবতা নির্ভর।

বইটি নিয়ে পাঠকদের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, যখন থেকে ঘোষণা করা হয়েছে সময় প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হবে তখন থেকেই বইটি নিয়ে পাঠকদের আগ্রহ ছিল উপচে পড়া।

বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।