বইমেলা প্রাঙ্গণ থেকে: যেখানে কবি ভেবেছেন ‘মধ্যরাতের সূর্য’ সেখানেই বসবাস শব্দভুকের। লেখকের সঙ্গে পাঠকের সমান্তরাল যাত্রা, লেখকের অনুভূতির সঙ্গে যেন পাঠকের ঘোরাফেরা, সবাইকে ছুঁয়ে যেতে কবির চেষ্টা ছিল নিরন্তর।
অনলাইন নিউজ পোর্টাল এটিএন টাইমস’র সাংবাদিক এবং বইটির লেখক সরল সন্ন্যাসী’র লেখকি নাম ইকরাম-উদ দৌলা।
সোমবার বাংলানিউজের সঙ্গে কথা হয় সরল সন্ন্যাসীর।
তিনি বলেন, প্রতিটি বিষয়ে নিজস্ব যুক্তিজ্ঞান, বিবেচনা বোধ, মানবিকতা ও কবির জগত এবং এর পরিমণ্ডল প্রকাশ পেয়েছে বইটির মধ্যে।
কবিতার মধ্যে লেখক বুনেছেন নিজের লালিত স্বপ্ন। দেখিয়েছেন কীভাবে স্থির হয়ে সময়ের সঙ্গে যেতে হয়। দরকার কতটুকু দৃঢ়তা, বাস্তবতাবোধ।
প্রথম কাব্যগ্রন্থে অপূর্ণ চাওয়া-পাওয়া আর সবার শুভকামনায় আবাল-বৃদ্ধ-বণিতার কবি হয়ে উঠতে চান সরল সন্ন্যাসী।
অপূর্ব খন্দকারের প্রচ্ছদে বাংলাদেশ রাইটার্স গিল্ড থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি চত্বরের জাতীয় গ্রন্থকেন্দ্র (৪৭২, ৪৭৩, ৪৭৪ নম্বর) স্টল এবং লিটল ম্যাগ চত্বরের ‘সাদাকাগজ’ (২৫ নম্বর) স্টলে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪