ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বইমেলা

বই প্রকাশ কমলেও বিক্রি বেড়েছে

আবু তালহা ও আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
বই প্রকাশ কমলেও বিক্রি বেড়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলা প্রাঙ্গণ থেকে: গত বছরের তুলনায় এবারের অমর একুশে গ্রন্থমেলায় বই প্রকাশের সংখ্যা কমেছে। তবে বই বিক্রির সংখ্যা বেড়েছে প্রায় দেড়গুণ।



শুক্রবার গ্রন্থমেলার মূলমঞ্চে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৪’ এর সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুনের উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

২০১৩ সালের অমর একুশে গ্রন্থমেলায় তিন হাজার ৭০টি নতুন বই প্রকাশিত হয়েছিল। এ বছর তার সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৫৯টি। এবারের প্রকাশিত বইয়ের মধ্যে ছিল গল্প ৩৯২টি, উপন্যাস ৫০২টি, প্রবন্ধ ১৯৯টি, কাব্যগ্রন্থ ৭১০টি, গবেষণা ৫৪টি, ছড়া ১১৪টি, শিশুসাহিত্য ১০৫টি, জীবনী ৯২টি, রচনাবলী ১১টি, মুক্তিযুদ্ধভিত্তিক ৫৭টি, নাটক ৩৩টি, বিজ্ঞান বিষয়ক ৪১টি, ভ্রমণ বিষয়ক ৭১টি, ইতিহাস ৪২টি, রাজনীতি ১৪টি, চিকিৎসা/স্বাস্থ্য ২৬টি, কম্পিউটার ১১টি, রম্য/ধাঁধা ৭১টি, ধর্মীয় ৩৮টি, অনুবাদ ২৫টি, অভিধান ৫টি, সায়েন্স ফিকশন ৩৩টি ও অন্যান্য ৩১৩টি।
গত বছরের তুলনায় এ বছর মেলায় বই বিক্রি বেড়েছে। এবারের বইমেলায় মোট সাড়ে ১৬ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ১০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার টাকা।

এছাড়া এবারের বইমেলায় বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণও বেড়েছে। এবারের বইমেলায় বাংলা একাডেমি মোট এক কোটি ১০ লাখ ২৪ হাজার টাকার বই বিক্রি করেছে। গত বছর এর পরিমাণ ছিল ৭১ লাখ ২৬ হাজার ৫৮১ টাকা।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।