ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বাংলা একাডেমি এনেছে নতুন ৯৫ বই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
বাংলা একাডেমি এনেছে নতুন ৯৫ বই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবারের অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি নিয়ে এসেছে নতুন ৯৫টি বই। বইগুলো একাডেমির নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে ৩০ শতাংশ কমিশনে কেনার সুযোগ রয়েছে।


 
উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে, এমএ কাইয়ূম ও মোহাম্মদ আলীর লেখায় ‘মোহাম্মদ সাইদুর’, সুরঞ্জন রায়ের মোসলেম বয়াতির ‘জারিগান লোকধারার পারষ্পর্য’, রফিকুল ইসলাম সম্পাদিত ‘নজরুল নির্দেশিকা’, সত্যজিৎ রায় মজুমদারের ‘কবিয়াল গৌরপদ সরকার’, আহমেদ মমতাজের ‘শমসের গাজী’, আবুল আহসান চৌধুরী সম্পাদিত ‘আবদুল করিম সাহিত্য বিশারদ রচনাবলী ২য় ও ৩য় খণ্ড’, শামসুজ্জামান খানের সম্পাদনায় বাংলাদেশের জামালপুর, নড়াইল, পিরোজপুর, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, রাঙামাটির লোকজ সংস্কৃতি গ্রন্থমালা’, সৌমিত্র শেখর এর ‘মোসলেম ভারত পত্রিকা; ‘বিষয় বিশ্লেষণ’, বদিউর রহমানের সম্পাদনায় সত্যেন সেন রচনাবলী (১ম থেকে ৫ম খণ্ড)’, বেলাল চৌধুরীর সম্পাদনায় আবু জাফর ওবায়দুল্লাহ রচনা সমগ্র ১ম খণ্ড’, শামসুজ্জামান খানের সম্পাদনায় ‘ফোকলোর সংগ্রহমালা’, সৈয়দ শামসুল হকের অপার্থিব তাঁতের বয়ান।
মেলায় একাডেমি চত্ত্বরসহ ৫টি বিক্রয়কেন্দ্রে এসব বই পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।