ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

কিশোরদের ভিড় এখনো ‘সেবা’য়

আসাদ জামান ও আবু তালহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
কিশোরদের ভিড় এখনো ‘সেবা’য় ছবি: দিপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: মেলার দ্বিতীয় সপ্তাহের শিশুপ্রহর শেষে হতে না হতেই কিশোরদের ভিড় দেখা গেলো সেবা প্রকাশনীতে।
 
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শিশুপ্রহর ও বসন্ত আমেজ ছিল মিলে মিশে একাকার ছিলো মেলা প্রাঙ্গণ।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান- অমর একুশে গ্রন্থমেলার উভয় অংশই ছিল শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত।
 
শিশুপ্রহর শেষ হতেই সোহরাওয়ার্দী উদ্যান অংশে একদল পাঠক ভিড় জমায় সেবা প্রকাশনীর সামনে। তাদের কেউ কিনছেন জুল ভার্ন ভলিউম-১ (আশি দিনে বিশ্ব ভ্রমণ, নাইজারের বাঁকে, মরু শহর), মাসুদ আনোয়ারের নিঃসঙ্গ নেকড়ে, কেউবা কিনছেন তিন গোয়েন্দা সিরিজ। অনেকেই আবার কিনছেন পড়ে ফেলা বই সংগ্রহে রাখার জন্য।
 
কথা হয় রাজধানীর মুগদা থেকে মেলায় আসা শিহাব হাসানের সঙ্গে। ১০ম শ্রেণিতে পড়ুয়া এই ছাত্র বলেন, তিন গোয়েন্দা সিরিজ কিনলাম। কিছুদিন আগে সহপাঠী বন্ধুর কাছে থেকে একটা বই নিয়ে পড়ার পরে নেশা লেগে গেছে। মনে হচ্ছে সব কিনে পড়ে ফেলি। সেবা প্রকাশনীর একটা সুবিধা হলো বই পাল্টে নতুন বই নেওয়া যায়।
 
শিহাবের বন্ধু সুমন জানান, তিন গোয়েন্দা সিরিজে এক ধরনের ‘থ্রিলিং’ বিষয় আছে। যেটা অন্য বইয়ে পাওয়া যায় না।
 
চালর্স ডিকেন্স এবং রাডইয়ার্ড কিপলিং-এর গ্রেট এক্সপেকটেশনস, ডেভিড কপারফিল্ড ও দ্য জাঙ্গল বুকস হাতে কথা বলেন ঐশিক।
 
নবম শ্রেণিতে পড়ুয়া এই ছাত্র বলেন, ডেভিড কপারফিল্ড আমি আগেই পড়েছিলাম। আজ কিনলাম সংগ্রহ করার জন্য। তবে একটি বইয়ের মধ্যে তিনটি পাওয়ায় খুবই ভালো হলো। বাকিগুলো আমার এখনো পড়া হয়নি।
 
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।