ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় রিপনচন্দ্র মল্লিকের ‘কাঠপরানের দ্রোহ’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
বইমেলায় রিপনচন্দ্র মল্লিকের ‘কাঠপরানের দ্রোহ’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে রিপনচন্দ্র মল্লিকের প্রথম গল্পগ্রন্থ ‘কাঠপরানের দ্রোহ’। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী নিয়াজ চৌধুরী তুলি।


 
বইটিতে মোট ১১ টি গল্প রয়েছে। বইটি প্রসঙ্গে রিপনচন্দ্র বলেন, গল্পগ্রন্থের এই পাণ্ডুলিপিটি গত বছরের আগস্ট মাসে ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’-এর জন্য জমা দিয়েছিলাম। অবশেষে দেশ পাণ্ডুলিপি পুরস্কার অর্জন করে বইটি প্রকাশিত হলো।

বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে দেশ পাবলিকেশন্সের ৮১ নম্বর স্টলে কাঠপরানের দ্রোহ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।