ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বইমেলা

টাস্কফোর্সের অভিযানে ১ স্টল বন্ধ, ২ বই জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
টাস্কফোর্সের অভিযানে ১ স্টল বন্ধ, ২ বই জব্দ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রন্থমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় অভিযান চালিয়ে একটি স্টল বন্ধ ও দু’টি বই জব্দ করেছে টাস্কফোর্স।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মনজুরুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।



মনজরুর রহমান সাংবাদিকদের বলেন, এ অভিযানে কোনো পাইরেটেড বই পাওয়া যায়নি। তবে নীতিমালা ভঙ্গ করে অন্য প্রকাশনীর বই বিক্রির অভিযোগে ‘বইপোকা’ স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ‘ছোটদের মেলা’ ও ‘শিশুঘর’ স্টল থেকে বই জব্দ করে সতর্ক করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

** অর্ধমাসে বাংলা একাডেমির বিক্রি সাড়ে ৫৭ লাখ
** বইমেলায় দুর্যোগ মোকবেলা বিষয়ক প্রচারণা
** বইয়ের মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
** জমে উঠছে রোববারের বইমেলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad