ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

১৫ ফেব্রুয়ারির সেরা ক্রেতা ড. রফিকুল ইসলাম

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
১৫ ফেব্রুয়ারির সেরা ক্রেতা ড. রফিকুল ইসলাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১৫ ফেব্রুয়ারি রোববার—হামদর্দ ল্যাবরেটরিস বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর ড. রফিকুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে মেলায় এসেছিলেন। কাজের চাপে বইমেলাতে আসাই হতো না।

তবুও সময় বের করে এসে পড়লেন হুট করে। কেননা পেশা যতই চাপে রাখুক নেশা কাটায় না।

বইপড়ার নেশায় তাই ছুটে এসেছিলেন অমর একুশে বইমেলায়। গোধূলি পেরিয়ে সন্ধ্যা প্রায়, সবার হাতেই বই। বের হবার আগে আরেকবার স্টলে রাখা বইগুলোর দিকে তাকিয়ে চোখ বুলিয়ে নিলেন। বইপড়ুয়া রফিকুল ইসলামের চকচকে চোখ আমাদের নজর এড়ায় নি। সেই বই পড়াকে আরও ত্বরান্বিত করতে রকমারি ডট কম তার হাতেই তুলে দিলো সেরা ক্রেতার পুরস্কার।

‘রকমারি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম বইমেলার সেরা ক্রেতা’ ড. রফিকুল ইসলাম পেয়েছেন ৫০০ টাকায় নিজ পছন্দমত বই কেনার সুযোগ ও রকমারি থেকে ৬ মাসের ফ্রি শিপিং। আর প্রতিদিনই অমর একুশে বইমেলায় আমরা থাকব ‘সেরা ক্রেতা’র খোঁজে। কে জানে হয়ত পরবর্তী ভাগ্যবান সেরা ক্রেতা আপনিই হতে পারেন। শুভ হোক বই পড়া।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।