ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বিধান রিবেরুর বিবিধ অভাব: লিওনার্দো লালন লাকাঁ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বিধান রিবেরুর বিবিধ অভাব: লিওনার্দো লালন লাকাঁ

অমর একুশে গ্রন্থমেলা-২০১৫ তে ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে বিধান রিবেরুর গ্রন্থ ‘বিবিধ অভাব: লিওনার্দো লালন লাকাঁ’।

১৬টি প্রবন্ধ নিয়ে বিবিধ অভাব বইটি সাজিয়েছেন লেখক।

এই বইয়ের প্রতিটি প্রবন্ধই পাঠককে নতুন ভাবনার খোরাক জোগাবে।

ইতালির বিশ্বখ্যাত চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চিকে নিয়ে দুটি প্রবন্ধ রয়েছে বইটিতে। লেখক এ লেখার অনুপ্রেরণা পেয়েছেন লন্ডনে এক বিশেষ চিত্র প্রদর্শনী থেকে। যেখানে ‍মুখোমুখি রাখা ছিল ভিঞ্চির ভার্জিন অব দ্য রকস পেইন্টিংয়ের দুটি সংস্করণ।

বইটিতে লালনকে নিয়েও রয়েছে দুটি লেখা। যেখানে লালনের দর্শনের সঙ্গে ফরাসি দার্শনিক ও সাইকোঅ্যানালিস্ট লাকাঁর চিন্তার সাদৃশ্য তুলে ধরার চেষ্টা হয়েছে।

এছাড়া সাম্প্রদায়িকতাবাদ এবং সেই সময়ে কাজী নজরুল ইসলামের অবস্থান নিয়ে পার্থ সারথি গুপ্তের একটি ইংরেজি প্রবন্ধের অনুবাদ, আধুনিক সময়ের ভাষা প্রয়োগ ও মঞ্চনাটক বিনোদীনি নিয়েও প্রবন্ধ রয়েছে এতে।

গ্রন্থমেলায় বইটি ঐতিহ্যের ৫০-৫১-৫২নং স্টলে পাওয়া যাবে। এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মূল্য ২৬০ টাকা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।