সাতক্ষীরা: সাতক্ষীরায় তিন দিনব্যাপী একুশে বইমেলা-২০১৫ শুরু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বইমেলার উদ্বোধন ঘোষণা করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহসীন আলী, সাতক্ষীরা রেড ক্রিকেট সোসাইটির সাধারণ সম্পাদক শেখ নুরুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসিফ ইকবাল, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মিল্টন খান, পাবলিক লাইব্রেরির কর্মকর্তা নুর মোহাম্মদ পাড়, জেলা কালেক্টরেট সহকারী কমিশনার আবু সাইদ প্রমুখ।
মেলায় ২২টি পুস্তক বিক্রেতা প্রতিষ্ঠান বইয়ের স্টল দিয়েছে। উদ্বোধন অনুষ্ঠানের পর এ সব স্টল পরিদর্শন করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫