ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় ‘রোদের কাছে চিঠি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
মেলায় ‘রোদের কাছে চিঠি’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় রাঁচী গ্রন্থনিকেতন থেকে বেরিয়েছে নাসিমূল আহসানের দ্বিতীয় গ্রন্থ ‘রোদের কাছে চিঠি’।

এর আগে চলতি বইমেলাতেই প্রকাশিত হয় লেখকের প্রথম বই ‘গোলাপ মেয়ের সাথে স্বর্গযাত্রা’।



‘রোদের কাছে চিঠি’ বইতে লেখক জীবন ও প্রকৃতি সম্পর্কে চারপাশের মানুষের সহজাত আবেগ-অনুভূতি নান্দনিকভাবে উপস্থাপন করেছেন।

বইটির মুক্তগদ্য সংকলনের লেখাগুলো ২০১১ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিতে রচিত।

বইটির সে চলে গেলে, খরগোশছানা মা, রোদের কাছে চিঠি, তিল, জাদুবিদ্যা, রিকশাঅলার পা, শিশুরা মরে গেলে প্রভৃতি ছোট ছোট মুক্তগদ্যপাঠে মিলবে জীবন-যাপনের নানামুখী বাস্তবতা।

গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের রাঁচী গ্রন্থনিকেতনের স্টলে (স্টল নম্বর-১৭১) বইটি পাওয়া যাবে।

লেখক নাসিমূল আহসান বর্তমানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) সহকারী প্রশিক্ষক পদে কর্মরত।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।