ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

বইমেলা

বাংলানিউজের রিপোর্টে বাংলা একাডেমির ভুল সংশোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
বাংলানিউজের রিপোর্টে বাংলা একাডেমির ভুল সংশোধন

বাংলা একাডেমি থেকে: বাংলানিউজের প্রতিবেদনের পর আধুনিক বাংলা সাহিত্যের দিকপাল মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভাষা’ সনেটটির ভুল সংশোধন করে সঠিকভাবে উপস্থাপন করলো বাংলা একাডেমি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম ‘মধুসূদনকে বিকৃত উপস্থাপন বাংলা একাডেমির!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করার পর সন্ধ্যা নাগাদই ভুল সংশোধন করলো বাংলা একাডেমি কর্তৃপক্ষ।



বিকেলে ভুল দেখা গেলেও সন্ধ্যায় বইমেলার বাংলা একাডেমির অংশের প্রবেশ পথে গিয়ে দেখা যায় বঙ্গভাষা কবিতাটির ভুল অংশটি ঢেকে ফেলে সেখানে সঠিকভাবে লেখা হয়েছে চরণগুলো।

মধুসূদনের বঙ্গভাষা কবিতাটির শেষ পাঁচ লাইন উদ্ধৃত করে মেলার প্রবেশ মুখে সাঁটায় বাংলা একাডেমি। মেলার ১৯ দিন পেরিয়ে গেলেও বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসেনি।

প্রথমে লেখা ছিলো ‘ওরে বাছা মাতৃ-কোষে রতনের রাজি, এ ভিখারী-দশা তবে কেন তোর সাজি?’

তবে কবির ‘চতুর্শদপদী কবিতাবলী’ কাব্যগ্রন্থে ‘বঙ্গভাষা’ সনেটটির চরণ এমন- ‘এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?’

বিকেলে বাংলানিউজে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে সন্ধ্যা নাগাদই ব্যবস্থা নিলো কর্তৃপক্ষ।

** মধুসূদনকে বিকৃত উপস্থাপন বাংলা একাডেমির!

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।