ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

‘ক্যাম্পাস জীবনে যারা প্রেমহীন তাদের সঙ্গে মিলে যাবে গল্পগুলো’

শিল্প-সাহিত্য প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
‘ক্যাম্পাস জীবনে যারা প্রেমহীন তাদের সঙ্গে মিলে যাবে গল্পগুলো’

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় শব্দশৈলী থেকে প্রকাশিত হয়েছে রণজিৎ সরকারের প্রথম গল্পগ্রন্থ ‘প্রেমহীন ক্যাম্পাস’। বইটিতে প্রেম-ভালোবাসা নিয়ে ১৫টি গল্প আছে বলে লেখক জানান।



বইটির নাম প্রেমহীন ক্যাম্পাস কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘কেননা বইয়ের গল্পগুলো ক্যাম্পাস জীবনের নানা ঘটনা থেকে নেওয়া। এ ঘটনাগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটছে। গল্পগুলো পড়লে মনে হবে এ তো নিজের ঘটনা। আশা করি যারা ক্যাম্পাস জীবনে প্রেমহীন আছেন, তাদের জীবনের সঙ্গে মিলে যাবে এ গল্পগুলো। ’

আর ক্যাম্পাসে যারা প্র্রেমহীন নয়, অর্থাৎ প্রেম করছেন, তাদের জন্য?

রণজিৎ সরকার আশ্বস্ত করলেন, ‘ক্যাম্পাস জীবনে প্রেম করছেন যারা তাদের জন্যও আলাদা স্বাদের কিছু গল্প রয়েছে বইটিতে। ’

এমনকি, ‘যারা ক্যাম্পাসে মাঝেমধ্যেই হাতছাড়া হচ্ছেন বা হাতছাড়া করছেন কাউকে; তাদের জন্যও কিছু গল্প বইটিতে রেখেছি। ’ লেখকের বিশ্বাস, ‘গল্পগুলো পড়তে পড়তে পাঠক নিজেকে খুঁজে পাবে অবচেতন মনে। ’

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শব্দশৈলীর স্টলে বইটি পাওয়া যাবে। স্টল নং ৪২৬-৪২৮।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।