ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

হাবীব ইমনের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
হাবীব ইমনের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা: দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত তরুণ কলাম লেখক হাবীব ইমনের নতুন বই ‘লেখা অলেখা’র মোড়ক উন্মোচিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইটি মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, কলাম লেখক ধীরাজ কুমার নাথ, বহুমাত্রিক লেখক শামীম আজাদ ও লেখকের মা খালেদা পারভীন।
 
একজন তরুণ লেখক ও মুক্তিযুদ্ধের পক্ষের সক্রিয় রাজনৈতিককর্মী হাবীব ইমন রাজপথের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক লড়াইয়েও নিজের সক্রিয়তা বজায় রেখেছেন।

গত কয়েক বছরে সংগঠিত সমস্ত ঘটনা ও বাংলাদেশে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক টানা-পোড়নের উৎস খোঁজার চেষ্টা করেছেন তিনি। মুক্তিযুদ্ধের আকাঙ্খা পূরণে রাজনৈতিক ব্যর্থতা ও এর ফলাফল বিশ্লেষণ করেছেন। এইসব লেখা নিয়ে ‘লেখা-অলেখা’ নামে একটি কলাম সমগ্র প্রকাশিত হয়েছে, যেগুলো এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।