ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বইমেলা

‘জরিপ থেকে বয়ান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
‘জরিপ থেকে বয়ান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ঢাকা: বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি সমস্যা কেন্দ্রিক বিভিন্ন সমীক্ষা নিয়ে লেখা ‘জরিপ থেকে বয়ান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।



বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ।

এতে স্বাগত বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক হরেন্দ্রনাথ সিং। বইয়ের সারমর্ম তুলে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল সুমন।

সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহীর সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ ফেরদৌস, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৈকত বিশ্বাস প্রমুখ।    

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।