ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

চলছে আন্তর্জাতিক কবিতা উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
চলছে আন্তর্জাতিক কবিতা উৎসব ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলা একাডেমি থেকে: অমর একুশে ও বাংলা একাডেমির হীরক জয়ন্তী উপলক্ষে বাংলা একাডেমিতে চলছে আন্তর্জাতিক কবিতা উৎসব।

অনুষ্ঠানে বাংলা ও বিশ্ব কবিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় মেতে উঠেছেন কবিরা।



দর্শকসারিতে থাকা কবিতার কৌতূহলী পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ব্রিটিশ কবি ও জীবনানন্দ গবেষক জো উইন্টার। অন্য বিদেশি কবিরাও এসময় আলোচনায় অংশ নেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শুরু হয় সাহিত্যের দিনব্যাপী এ  আয়োজন।

আন্তর্জাতিক এ কবিতা উৎসবে স্লোভাকিয়া, মরক্কো, সুইডেন, চীন, তাইওয়ান, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশের কবিরা অংশ নিচ্ছেন।

এতে বাংলা ও বিশ্বকবিতা বিষয়ে প্রবন্ধ পাঠ করেন জো উইন্টার ও বাংলাদেশের কবি মুহম্মদ নূরুল হুদা।

কবিতা পাঠে অংশ নেন ব্যাংক্ট বার্গ, মিলান রিচার্ড, ড. বেনাইছা বহুমালা, জাকারিয়া বহুমালা, ড. লি ফো আর, লি রো ইয়াং, ড. ফাংইয়াও চিয়েন, তাই চি চৌ, চেন সিউ জেন, আসাদ চৌধুরী, মহাদেব সাহা, রবিউল হুসাইন, আনোয়ারা সৈয়দ হক ও আমিনুর রহমান। অনুষ্ঠান সভাপতিত্ব করছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।