ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বইমেলা

শুরু হলো রকমারি-বাংলানিউজ প্রতিদিনের বইমেলা কুইজ

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, ফেব্রুয়ারি ৪, ২০১৬
শুরু হলো রকমারি-বাংলানিউজ প্রতিদিনের বইমেলা কুইজ

অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উপলক্ষে শুরু হলো রকমারি-বাংলানিউজ প্রতিদিনের বইমেলা কুইজ। প্রতিদিন বইমেলা কুইজে অংশ নিয়ে বাংলানিউজের পাঠকরা জিতে নিতে পারেন অনলাইন বুকশপ রকমারি.কম থেকে নিজ পছন্দমতো ৫০০ টাকার বই কেনার সুযোগ।

এছাড়াও থাকছে এক বছর রকমারি.কম থেকে যেকোন অর্ডারে ফ্রি শিপিং সুবিধা।

বইমেলা কুইজে থাকবে একটি করে প্রশ্ন। প্রতিদিন সঠিক উত্তরদাতাদের মধ্যথেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।

এছাড়া ফেব্রুয়ারির দ্বিতীয় দিন থেকে বইমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে রকমারি-বাংলানিউজ প্রতিদিনের সেরা ক্রেতা নামে অপর আরেকটি ইভেন্ট। বইমেলা তন্নতন্ন করে প্রতিদিনই খুঁজে বের করা হচ্ছে একজন সেরা ক্রেতাকে। প্রতিদিনের একজন সেরা ক্রেতাও রকমারি.কম থেকে নিজ পছন্দমতো ৫০০ টাকার বই ও এক বছরের ফ্রি শিপিং সুবিধা পাচ্ছেন।

রকমারি-বাংলানিউজ বইমেলা কুইজের প্রথম পর্বের প্রশ্ন—‘হুমায়ূন আহমেদ রচিত সর্বপ্রথম সায়েন্স ফিকশন কোনটি?’ প্রশ্নের পাশাপাশি দেওয়া আছে তিনটি অপশন। সঠিক উত্তরটি সিলেক্ট করে—নিজের নাম, ইমেইল ও ফোন নাম্বারসহ সাবমিট করুন। আর প্রতিদিন জিতে নিন বই!

বইমেলা কুইজের লিংক

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।