ঢাকা: ওয়াচ টাওয়ারে বসে আছেন নিরাপত্তা বাহিনীর একজন সদস্য। তার দু’চোখে সতর্ক দৃষ্টি।
একুশে বইমেলায় এবার এটি নতুন সংযোজন। আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া সতর্কতার অংশ হিসেবে এবার বইমেলায় ৮টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।
![](files/February2016/February04/0010_768059184.jpg)
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দায়িত্ব পালন করছেন একটি বিশেষজ্ঞ দল। এবার প্রতিদিন মেলা শেষ হওয়ার আধঘণ্টা আগে সাইরেনও বাজানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
এডিএ/এএ