ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

শামসেত তাবরেজীর নবম কবিতার বই ‘রওজার দিকে’

বইমেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
শামসেত তাবরেজীর নবম কবিতার বই ‘রওজার দিকে’

বইমেলা থেকে: বইমেলায় প্রকাশিত হয়েছে শামসেত তাবরেজীর নতুন কবিতার বই ‘রওজার দিকে’। এটি তার নবম কবিতার বই।

সক্রেটিস-পূর্ব দার্শনিক পারমিনেদেস পড়তে গিয়ে কিছু অনুভূতি তৈরি হয় কবির, এর সঙ্গে ডেইলি লাইফের অভিজ্ঞতা—জানালেন, মূলত এ নিয়েই নতুন প্রকাশিত বইটি।
 
আগের আটটি বই থেকে এ বইটির পার্থক্য কী? জানতে চাইলে তিনি বলেন, মনে হয়, সারাজীবন আমরা একটা কবিতাই লিখি। পার্থক্য নানা ধরনের অভিজ্ঞতা থেকে হয়। তবে কবিতার ধ্বনি ব্যঞ্জনা আমার কাছে একটা ইম্পরট্যান্ট বিষয়। ভাষা আর-প্রাণীকূল থেকে আলাদা হয়ে ওঠে প্রথমত ধ্বনির বিশেষ আচরণের ভেতর দিয়েই।
 
শিবু কুমার শীল করেছেন বইটির প্রচ্ছদ। পৃষ্ঠা সংখ্যা ১১২, মূল্য ২০০ টাকা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান অংশের চৈতন্যের ১৫৬ নম্বর স্টলে।
 
তাবরেজী জানান, বইটির বেশিরভাগ কবিতাই লেখা হয়েছে গত বছর। আর বইমেলার সময় বই প্রকাশ করা প্রসঙ্গে বললেন, আমি তো প্রকাশের সময় বেছে নেওয়ার কেউ না। প্রকাশকরা বাংলাদেশে এ রকম করেন। বই তো এখনো বাংলাদেশে কমোডিটি আইটেম হয়ে ওঠেনি!
 
‘রওজার দিকে’সহ ঘরে বসে বইমেলার সকল বই পেতে ভিজিট করুন rokomari.com-এ। অথবা কল করুন 16297 নম্বরে।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
টিকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।