ঢাকা: দিব্য প্রকাশ থেকে বইমেলায় এসেছে সিনহা আবুল মনসুরের প্রথম উপন্যাস ‘জীবন এত ছোট কেন’। উপন্যাস হিসেবে প্রথম হলেও, বই হিসেবে এটি লেখকের পঞ্চম বই।
'জীবন এত ছোট কেন' উপন্যাসের প্রথম দৃশ্যেই নায়ক অয়নের মৃত্যু! এই মৃত্যু দৃশ্যের বর্ণনা দিয়েই লেখক তুলে ধরেছেন কিছু প্রশ্ন! এই প্রশ্নগুলো জীবনের মৌলিক প্রশ্ন! চিরন্তন প্রশ্ন!
আচ্ছা, মৃত্যু কি আলো না অন্ধকার? মৃত্যু কি জীবনের শেষ না শুরু? মৃত্যু যদি জীবনের শেষ হয় তাহলে ঈশ্বর কে? কোথায় থাকেন? পাপ-পূণ্য, হিসাব-নিকাশ এগুলো কি? কখন হয়? আবার মৃত্যু যদি জীবনের শুরু হয় তাহলে পৃথিবীর এই জীবনটা কি? এটা কি মৃত্যুর পরের ঐ অনন্ত জীবনের ছোট্ট ভূমিকা?
এসব প্রশ্ন নিয়েই সামনে এগিয়েছে উপন্যাসটি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এএ।