ঢাকা: এবারের অমর একুশে গ্রন্থমেলায় লেখক-সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তুষার আবদুল্লাহ’র ৭টি বই বেরিয়েছে।
এর মধ্যে চৈতন্য প্রকাশনী থেকে ‘যৌথ জমিন’ এবং ‘টিভি রিপোটিং’, শ্রাবণ প্রকাশনী থেকে ‘গণমাধ্যম চিন্তা’, অ্যাডর্ন পাবলিকেশন থেকে ‘তোমরা সুন্দর হও’, ঐতিহ্য প্রকাশনী থেকে ‘তোমাকে পাঠ করিব’, আদর্শ প্রকাশনী থেকে ‘এনার্জি রিপোটিং’, ইকরিমিকরি থেকে এসেছে ‘ভূতের হাসি’।
প্রকাশিত বই নিয়ে এ লেখক বলেন, গল্প ও উপন্যাস এক মলাটে নিয়ে আসা হয়েছে ‘যৌথ জমিন’ নামে। ২০০২ সাল থেকে গল্প লেখা শুরু। মাঝে বিরতি দিয়ে আবার নিয়মিত গল্প লেখা হচ্ছে। পরিবার ও সমাজের মনস্তাত্ত্বিক সংকট নিয়ে ‘যৌথ জমিন’। এক মলাটে আসা এ বইতে ১০টি গল্প ও ২টি উপন্যাস রয়েছে। ‘যৌথ জমিন’ এনেছে চৈতন্য।
টিভি রিপোটিং এর সামগ্রিক বিষয়। সোর্স তৈরি, লালন-পালন, কোন খাতে কি ধরনের রিপোর্ট করা যায়। লাইভ ও রিপোর্টিংয়ের কৌশল নিয়ে টিভি রিপোটিং। এটিও করেছে চৈতন্য।
জ্বালানি রিপোটিং এর ধরন, কৌশল, প্রস্তুতি ও তথ্যমূলক বই এনার্জি রিপোটিং। বের করেছে আদর্শ।
‘তোমাকে পাঠ করিব’ কবিতার বইটি বের করেছে ঐতিহ্য।
কিশোর কিশোরীরা কি করে সুন্দরের দেখা পাবে? এনিয়ে ‘তোমরা সুন্দর হও’। বের করেছে অ্যাডর্ন।
শিশুদের জন্য ভূতের গল্প ‘ভূতের হাসি’ বের করেছে ইকরিমিকরি।
গণমাধ্যম বিষয়ক লেখার সম্পাদনা গ্রন্থ ‘গণমাধ্যম চিন্তা’ বের করছে শ্রাবণ প্রকাশনী।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এডিএ/এমজেএফ/