অমর একুশে গ্রন্থমেলা থেকে: লালবাগ জোনের ডেপুটি পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদের কবিতার বই 'খেয়াল'র মোড়ক উন্মোচন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এসময় তিনি বক্তব্যে, সাধারণ মানুষের কাছে পুলিশকে বিনয়ী হয়ে কাজের আহ্বান জানিয়েছেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ মানেই ভয় নয়, রাগী নয়। রাষ্ট্রের প্রতি পুলিশের দায়িত্ব অনেক, তারা সেই দায়িত্ব থেকেই কাজ করে যান। আমাদের কাজ, যারা সন্ত্রাসী তাদের দমন ও সাধারণ মানুষের কাছে বিনয়ী থাকা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনিন্দ্য প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এসময় লেখক মফিজ উদ্দিন বলেন, বিভিন্ন কাজের মধ্যে থেকেও ভাষার প্রতি, লেখালেখির প্রতি ভালোবাসা থেকে বইটি করলাম।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আইএ/এসএস
** আনিস আলমগীরের বইয়ের মোড়ক উন্মোচনে ঢাবি উপাচার্য