ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় স্টলের পেছনে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বইমেলায় স্টলের পেছনে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে শিশু চত্বরের পাশে প্লাটফর্মের (স্টল নাম্বার-৪৯২) স্টলের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অবশ্য আগুন লাগার সঙ্গে সঙ্গে পাশের স্টলের আওয়াল নামে এক বিক্রয় কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্টলটির পেছন দিক দিয়ে কাগজ জড়ো করে দাহ্য পদার্থ ঢেলে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে লোকজনের চিৎকার শুনে বিক্রয় কর্মী আওয়াল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬/ আপডেট: ২০১৭ ঘণ্টা
এডিএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।