ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

সানজিদা সামরিনের অনুবাদে ‘ব্রাজিলের কল্পকাহিনী’

সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
সানজিদা সামরিনের অনুবাদে ‘ব্রাজিলের কল্পকাহিনী’

বইমেলা থেকে: বানর কি গিটার বাজাতে পারে? গান গাইতে পারে? ব্রাজিলের বানরেরা নাকি পারে। অপরাধী বাঘ কীভাবে ঠকিয়েই চললো ছাগলটাকে।

বাঘ আর হরিণ আজও কেন একে অপরের পেছনে ছুটে বেড়াচ্ছে।

খরগোশ কেমন করে হারালো তার লেজ। সানজিদা সামরিন ব্রাজিলের রূপকথাগুলোকে অনুবাদ করেছেন আর অনূদিত গল্পগুলোকে রঙিন করে রাঙিয়ে তুলেছেন বিপ্লব চক্রবর্তী।

১৬ পৃষ্ঠার ৩০০ গ্রাম আর্টকার্ডে ছাপা রঙিন বই ব্রাজিলের কল্পকাহিনী পাওয়া যাচ্ছে বইমেলার ৩১৭-৩২০ নম্বর স্টলে। সঙ্গে লেমিনেশন। দাম ১২০ টাকা। ২৫ শতাংশ ডিসকাউন্টসহ পাওয়া যাবে ৯০ টাকায়। আর ঘরে বসে অর্ডার করতে চাইলে ভিজিট করুন rokomari.com-এ। অথবা কল করুন 16297 নম্বরে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
টিকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।