ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

তরুণ কবি নাহিয়ান ফাহিমের দ্বিতীয় কাব্যগ্রন্থ মেলায়

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
তরুণ কবি নাহিয়ান ফাহিমের দ্বিতীয় কাব্যগ্রন্থ মেলায়

বইমেলা ঘুরে: এবারের মেলায় তরুণ কবি নাহিয়ান ফাহিমের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মধ্যবিত্ত কবিতা’ প্রকাশিত হয়েছে। অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত বইটি ইতোমধ্যে পাঠকের নজর কেড়েছে।

বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

এর আগে, ২০১২ সালে জনতা প্রকাশ থেকে নাহিয়ান ফাহিমের প্রথম কাব্যগ্রন্থ ‘দিনদুপুরের নোটবই’ বের হয়। যাতে কবি উদ্ভাসিত করেন মনুষ্য অনুভূতি এবং দেশকালের নানা রঙ-বেরঙ।

কবি ফাহিমের জন্ম ২৩ মার্চ ১৯৮৪ সালে, গ্রামের বাড়ি ময়মনসিংহে। তবে বেড়ে ওঠা রাজধানী ঢাকাতেই। পেশাগত জীবনে তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। কাজের পাশাপাশি নিয়মিত সাহিত্যর্চচা করে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আইএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।