ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

ব-দ্বীপের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
ব-দ্বীপের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চলবে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া

অমর একুশে গ্রন্থমেলা থেকে: ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব-দ্বীপের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চলবে’- বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ২৮তম দিনে মেলা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।



আছাদুজ্জামান মিয়া বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, কিন্তু কারও অনুভূতিতে অাঘাত করা উচিৎ নয়। ব-দ্বীপ ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়েছে। তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা চলবে।

জোরদার নিরাপত্তা থাকায় বইমেলা নির্বিঘ্নে শেষ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ডিএমপি কমিশনার আরও বলেন, সম্প্রতি প্ল্যাটফর্ম স্টলে আগুন লাগানোর প্রচেষ্টায় সফল হয়নি দুর্বৃত্তরা। ঘটনার পরে তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

প্রথম থেকে আমাদের বিপুল সংখ্যক সদস্য এখানে নিয়জিত রয়েছে। এ পর্যন্ত কোনো দুর্ঘটনার সুযোগ কেউ পায়নি, যোগ করেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, সম্মিলিতভাবে সমন্বয়ের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। প্রকাশক, লেখক, স্টল মালিকরা সন্তুষ্টি ও ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আবারও বলেন, দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়, মত প্রকাশের অধিকার যেমন আছে, তেমনি অন্যের অনুভূতিতে আঘাতও ঠিক নয়।
‘নারীদের স্বাচ্ছন্দ্যের স্বার্থে সোহরাওয়ার্দীতে বৃহৎ পরিসরে মেলা করেছি। প্রবেশ পথ আলাদা করা হয়েছে। কারণ, কিছু দুষ্টু প্রকৃতির লোক ইচ্ছা বা অনিচ্ছায় নারীদের ধাক্কা দেন, সেটি এবার যেন না হয়- সেজন্য এ ব্যবস্থা’।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসকেএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।