ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় সাদিয়া মাহজাবীন ইমামের দ্বিতীয় গল্পগ্রন্থ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
মেলায় সাদিয়া মাহজাবীন ইমামের দ্বিতীয় গল্পগ্রন্থ সাদিয়া মাহজাবিন ইমামের দ্বিতীয় গল্পগ্রন্থের প্রচ্ছদ (সংগৃহীত ছবি)

ঢাকা: এবারের অমর একুশে গ্রন্থমেলায় সাদিয়া মাহজাবীন ইমামের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘রক্তমূলে বিচ্ছেদ’ প্রকাশিত হয়েছে।

অন্যপ্রকাশ বের করেছে বইটি, যার প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ২০১৪ সালে প্রথম গল্পগ্রন্থ ‘পা’ প্রকাশের তিন বছর পর, নতুন গল্পের বই নিয়ে এলেন সাদিয়া মাহজাবীন।

বইটি উৎসর্গ করা হয়েছে নৈসর্গিক দ্বিজেন শর্মা ও ঔপন্যাসিক শওকত আলীকে। গাছ, মাটি, নদীর স্রোত ও অতীতের মতো প্রাকৃতিক বিষয়গুলোর সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে ১২টি গল্পের সংযুক্তি ঘটেছে বইটিতে। গায়ের মূল্য ২২৫ টাকা।

ইতোপূর্বের পা বইটির জন্য তিনি পেয়েছিলেন এক্সিম ব্যাংক- অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার।

পেশায় সংবাদকর্মী সাদিয়া মাহজাবীন ইমাম কাজ করছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে; যুগ্ম বার্তা-সম্পাদক হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি লেখালেখির সঙ্গে জড়িত; নিয়মিতভাবে লিখছেন অনলাইন পোর্টাল ও পত্রিকায়।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।