ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় সুজনের গল্পগ্রন্থ ‘যদি কখনো ভালোবাসো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
বইমেলায় সুজনের গল্পগ্রন্থ ‘যদি কখনো ভালোবাসো’ বইমেলায় সুজনের গল্পগ্রন্থ ‘যদি কখনো ভালোবাসো’

ঢাকা: অমর একুশে বইমেলায় আসছে সাখাওয়াত হোসেন সুজনের প্রথম গল্পগ্রন্থ ‘যদি কখনো ভালোবাসো’। বইটি প্রকাশ করেছে শিল্পৈশী প্রকাশনী। পরিবেশক পূর্বা ও প্রকৃতি প্রকাশনী।

বইটি মেলার দ্বিতীয় সপ্তাহ থেকে পূর্বা প্রকাশনীর স্টল ২৭৫ ও লিটল ম্যাগ চত্বরের ১৭ নম্বর স্টলে (রোদ্দুর) পাওয়া যাবে।

বইটির ভূমিকায় প্রকাশক বলেন, সাখাওয়াত হোসেন সুজন পেশায় সাংবাদিক।

সাহিত্যের সৃষ্টিশীলতার এই শাখায় তার বিচরণ অনেক দিনের। চেনা-পরিচিত গন্ডির ভেতর থেকে সাহিত্যের উপাদান খুঁজে বেড়ান তিনি। যা কিছু দেখছেন, শুনছেন বা অনুধাবন করছেন সেটাই তুলে ধরার চেষ্টা করেন।
 
‘যদি কখনো ভালোবাসো’ গ্রন্থে দশটি গল্প স্থান পেয়েছে। চলতে ফিরতে, এখানে সেখানে কত কিছুইতো আমাদের জীবনে ঘটে। সেখান থেকে নির্যাস বের করে লেখা হয়েছে গল্পগুলো। জীবন বাস্তবতা নিয়ে লেখা এ গল্পগুলো হয়তোবা পাঠকের নিজের সঙ্গেও মিলে যেতে পারে।
 
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।