ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় মুজতবা আহমেদ মুরশেদের জলনর্তকীর ছায়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
মেলায় মুজতবা আহমেদ মুরশেদের জলনর্তকীর ছায়া জলনর্তকীর ছায়া

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে মুজতবা আহমেদ মুরশেদের ‘জলনর্তকীর ছায়া’। এগারোটি গল্পের সমন্বয়ে 'জলনর্তকীর ছায়া' লেখকের পঞ্চম গল্প সংকলন। 

জলনর্তকীর ছায়া নিয়ে লেখকের ভাষ্য, মানুষের ভেতরে বাস করা মানুষেরা প্রতিদিন নিজের সঙ্গে নিজের ভাবনাগুলোর আদান-প্রদান চালু রেখে প্রত্যাশা করে আপন আকাঙ্ক্ষার বাস্তবায়ন।

তাদের এসব ভাবনার খেলাতেই হয়তো হোঁচট খায় কখনও, তখন আবারও কর্কশ অভিজ্ঞতাগুলোকে নতুন করে রঙ মাখিয়ে প্রত্যাশার বিনুনিতে আপন জীবনের প্রাপ্তির ছায়া নির্মাণ করে।

 

এই যে এমন করে মানুষের সঙ্গে নিজের গহীনে বাস করা মানুষের খেলা, এই যে মানুষের ভাবনার সঙ্গে রাষ্ট্রের অনুরক্ত ভঙ্গির সঙ্ঘাত, সেগুলোই আমার গল্পের উপজীব্য।

ধ্রুব এষের প্রচ্ছদে জলনর্তকীর ছায়া পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের ৪৩০, ৪৩১, ৪৩২ নম্বর স্টলে (ঐতিহ্য)। মূল্য ২১০ টাকা।

যোগাযোগ

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসএনএস
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।