ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বইমেলা

‘বইমেলায় কেউ ফোয়ারা দেখতে আসে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
‘বইমেলায় কেউ ফোয়ারা দেখতে আসে না’ বইমেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর/ছবি: কাশেম হারুন

গ্রন্থমেলা থেকে: বইমেলায় চত্বরের সৌন্দর্য বৃদ্ধির জন্য মেলা প্রাঙ্গণের মাঝখানে ফোয়ারা নির্মাণের সমালোচনা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, বইমেলায় ফোয়ারার প্রয়োজনীয়তা নেই। এখানে কেউ ফোয়ারা দেখতে আসে না।

আয়োজকদের খেয়াল রাখতে হবে, যেনো মেলায় ধুলা না ওড়ে, বসার ব্যবস্থা ভালো থাকে ও পরিবেশ পরিচ্ছন্ন থাকে।

সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, আয়োজকরা অনেক প্রতিশ্রুতির ডালা সাজিয়েছিলেন। যেগুলো তারা রাখতে পারেননি। আশা করছি অন্যান্য সমস্যার সমাধান হয়ে যাবে।

মেলার ১১তম দিনে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সাহাদাৎ পারভেজের ‘গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য’ বইটির মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মেলায় নতুন লেখকদের লেখার মান নিয়ে যে প্রশ্ন উঠছে, সেটি প্রকাশনীকেই ঠিক করতে হবে। লেখার মান ভালো না হলে প্রকাশ করা যাবে না। মানের বিষয়ে যত্নশীল হতে হবে।

সন্ধ্যায় বইমেলায় আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের মেলায় চারুলিপি প্রকাশন থেকে বেরিয়েছে শিক্ষামন্ত্রীর ‘রুখে দাঁড়াবার সময়’। তিনি মেলায় কিছু সময় কাটান এবং ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএন/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।