ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বইমেলা

বইমেলায় রেজাউল কারীমের ‘ধ্যানমগ্ন ওম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বইমেলায় রেজাউল কারীমের ‘ধ্যানমগ্ন ওম’ বইমেলায় রেজাউল কারীমের ‘ধ্যানমগ্ন ওম’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় কবি, ছড়াকার ও গল্পকার রেজাউল কারীমের কবিতার বই ‘ধ্যানমগ্ন ওম’ প্রকাশিত হয়েছে। এটি লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ। 

রেজাউল কারীমের কবিতায় আছে ভাবনার তীব্র শঙ্খদুপুরের কথা; সেখানে রোদের গল্প আছে, আছে অসম্ভবের আয়োজন।  

বেহুলাবাংলা প্রকাশন থেকে বের করা বইটির মূল্য ধরা হয়েছে ১৩৫ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে বেহুলাবাংলা স্টল নং-২৭৬  (সোহরাওয়ার্দী উদ্যান), ঢাকা রিপোর্টার্স ইউনিটি স্টল নং-৭৩ (বাংলা একাডেমি চত্বর) এবং বেহুলাবাংলা স্টলে (লিটল ম্যাগ কর্নার)।

রেজাউল সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এ সাংবাদিকতা করছেন। এর আগে ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় তিনি কাজ করেছেন।

এর আগে, ২০০০ সালের গ্রন্থমেলায় যৌথভাবে তার দুটি কবিতার বই প্রকাশিত হয়। দীর্ঘদিন তিনি লেখালেখি থেকে বিরত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসই/আরআর/পিসি 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।